Our Farm
আকন বাড়ি এগ্রো ! আমাদের খামারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পশু লালন পালন করা হয় এবং প্রাকৃতিক উপায়ে তৈরি উৎকৃষ্ট মানের খাবার খাওয়ানো হয়।
We Have One Goal
The farm history
দূষণমুক্ত পরিবেশে গরু এবং গাভী লালন পালন করা ছিল আমাদের একটি অঙ্গীকার। আমরা বরগুনা জেলার বেতাগী উপজেলায় সম্পূর্ণ গ্রামীন পরিবেশে ২০২১ সালে আমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে গাভী এবং গরুর যাত্রা শুরু করি, Purity Is Our Priority ফ্রেইজটি আমাদের অঙ্গীকারের ভিত্তি।
বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।আমাদের স্বপ্ন এবং অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে দূষণমুক্ত পরিবেশে গাভীর সুস্বাস্থ্য এবং আরাম নিশ্চিত করে আমরা আমাদের খামার গড়ে তুলেছি।গরু খামারের এবং গাভীকে প্রাকৃতিক উপায়ে তৈরি খাবার ছাড়া কোন রাসায়নিক দ্রব্যাদি খাওয়ানো হয় না।
আমরা শুধুমাত্র প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মতভাবে গরু এবং গাভী লালন পালনে সীমাবদ্ধ নই, আমরা প্রান্তিক খামারিদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত। যা ভবিষ্যতে সমষ্টিগতভাবে আমাদের পশু পালনে একটি যুগান্তরী পরিবর্তন নিয়ে আসবে। আমরা সকলকে অধিক স্বাস্থ্য সচেতন সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত খাঁটি দুধ পানে উৎসাহিত করছি।

Our Mission
আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বল্প মূল্যে গ্রাহকের কাছে তার চাহিদা মত গরুর খাঁটি দুধ এবং দুগ্ধজাত পণ্য সরবরাহ করা যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনেও (GDP)অবদান রাখবে।
Our Vision
মানুষ সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের ওপর নির্ভরশীল। খাঁটি পণ্য ছাড়া সুষম খাদ্য তৈরি করা অসম্ভব। কিন্তু বর্তমান খাঁটি পণ্য উৎপাদন এবং সরবরাহ করে স্থিতিশীলতা ছিল তা অর্জন একটি কঠিন উদ্যোগ । আমরা এই কঠিন উদ্যোগের বড় বাধাগুলো অতিক্রম করে গ্রাহকের চাহিদা মত খাঁটি দুধ এবং দুগ্ধ জাত পণ্য সরবরাহ করার জন্য বদ্ধ পরিকর।

Message From The Head Of Planning
গরুর খাঁটি দুধ সুষম খাদ্যের অন্যতম উপাদান। সকল মানুষের সুস্বাস্থ্যের জন্য দুধ ও দুগ্ধজাত পণ্যের অবদান অনস্বীকার্য। প্রতিদিন পরিমিত দুধপান শুধুমাত্র সুস্বাস্থ্য গঠনেই সাহায্য করেনা, এর সাথে অনেক জটিল রোগ থেকে দেহকে মুক্ত রাখে। বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে আমরা আকন বাড়ী এগ্রো ফার্ম থেকে গরুর খাঁটি দুধ এবং দুগ্ধজাত পণ্য সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। এই প্রচেষ্টায় Purity is our priority স্লোগান নিয়ে আপনাদের পাশে থাকাই আমাদের শপথ। এছাড়াও অর্গানিক পদ্ধতিতে ষাঁড় গরু মোটাতাজা করে ভালোমানের মাংসের গরু সরবরাহ করাও আমাদের প্রচেষ্টা থাকবে।

Mahbubul Alam
Head of Planning, Akonbari Agro
The Akonbari Agro Team

Najmul
Chairman

Monju
Director, Operations & Finance

Ahad
Farm management and purchasing

Amzad
Advisor
Subscribe To Get Special Offer
আমাদের ফার্মের বিভিন্ন সেবা ও তথ্য সম্পর্কে জানতে আপনার ইমেইল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।